Interest Calculation (সুদকষা) সুত্র
- আসলঃ যে পরিমাণ টাকা ধার দেওয়া বা নেয়া হয়, তাকে আসল বলে।
- সুদঃ আসলের অতিরিক্ত যে টাকা ঋণদাতাকে দেওয়া হয়, তাকে সুদ বলে।
- সুদাসলঃ সুদ + আসল
- সরল সুদঃ সুদের হিসাব যদি পুরো সময়ের জন্য সুষমভাবে করা হয়, তবে তাকে সরল সুদ বলে।
কৌশলগত সুত্র
- সরল সুদ = (আসল x সুদের হার x সময়) / ১০০
- আসল = (১০০ x মোট সুদ) / (সুদের হার x সময়)
- অংকে সুদাসল দেয়া থাকলে, আসল = (১০০ x সুদাসল) / (সময় x হার + ১০০)
- সুদের হার = (১০০ x মোট সুদ) / (আসল x সময়)
- সময় = (১০০ x মোট সুদ) / (আসল x সুদের হার)
- চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সুদাসল = আসল (১ + সুদের হার/১০০)বছর
6 পয়সা হলে 2 বছর 8 মাস 10দিনে 150 টাকা সুদ মূল্য কত হবে?